No Internet Connection !

চুক্তি ও সনদ

প্রশ্ন: গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উ: ১২ ডিসেম্বর, ১৯৯৬।
প্রশ্ন: গঙ্গা পানি চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়? উ: ৩০ বছরের।
প্রশ্ন: গঙ্গা পানি চুক্তিতে কে কে স্বাক্ষর করেন? উ: বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা, ভারতের পক্ষে দেবগৌড়া।
প্রশ্ন: গঙ্গা পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? উ: নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসের মুঘল ডাউনিং হলে।
প্রশ্ন: ফারাক্কা বাঁধ চালু হয় কবে? উ: ১৯৭৫ সালে।
প্রশ্ন: পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উ: ২ ডিসেম্বর, ১৯৯৭।
প্রশ্ন: পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কে কে? উ: বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বধি প্রিয় লারমা (সন্তু লারমা)।
প্রশ্ন: শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় কবে? উ: ৫ মার্চ, ১৯৯৮।
প্রশ্ন: শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে কবে? উ: ১০ জানুয়ারি, ১৯৯৮।
প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদমর্যাদা কী? উ: একজন প্রতিমন্ত্রীর সমান।
প্রশ্ন: বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে? উ: ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশ CTBT চুক্তি তে স্বাক্ষরকারী কততম দেশ? উ: ১২৯ তম।
প্রশ্ন: বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদন করে কোন তারিখে? উ: ৭ মার্চ, ২০০০।
প্রশ্ন: বাংলাদেশ মায়ানমার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উ: ১২ নভেম্বর, ১৯৯৮।
প্রশ্ন: বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উ: ৪ জুলাই, ২০০০।
প্রশ্ন: বাংলাদেশ-থাইল্যান্ড আসামি প্রত্যার্পণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উ: ৯ জুলাই, ১৯৯৮।
প্রশ্ন: ঢাকা-কলকাতা বাস চলাচল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উ: ১৭ জুন, ১৯৯৯।
top
Back
Home
Gsearch